cover image

প্যারিস

ফ্রান্সের রাজধানী শহর / From Wikipedia, the free encyclopedia

প্যারিস বা পারি (ফরাসি: Paris [paʁi] (শুনুন) পারি) ফ্রান্সের রাজধানী। শহরটি উত্তর ফ্রান্সে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের প্রাণকেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের মোট জনসংখ্যা ২,২১১,১৯৭।[2] প্রশাসনিক সীমানা ছাড়িয়ে প্যারিসকে কেন্দ্র করে অবিচ্ছিন্নভাবে একটি সু-বৃহৎ নগর এলাকা গড়ে উঠেছে, যা প্যারিস "নগর এলাকা" (unité urbaine উ্যনিতে উ্যর্বেন) নামে পরিচিত; এই নগর এলাকায় প্রায় এক কোটি লোকের বসবাস।[5]। এই নগর এলাকা ও তার আশেপাশের প্যারিস-কেন্দ্রিক উপ-শহরগুলি মিলে প্যারিস এয়ার উ্যর্বেন বা প্যারিস মেট্রোপলিটান এলাকা গঠন করেছে, যার জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষ।[6]। ইউরোপের এ জাতীয় মেট্রোপলিটান এলাকাগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি এলাকা।[7]

Quick facts: প্যারিস, দেশ, পুনর্বিভাজন, আয়তন১[1],  •...
প্যারিস
La_Tour_Eiffel_vue_de_la_Tour_Saint-Jacques%2C_Paris_ao%C3%BBt_2014_%282%29.jpg
Arcdetriomphe_2.jpg
Paris_Opera_full_frontal_architecture%2C_May_2009_%28cropped%29.jpg
Louvre_Courtyard%2C_Looking_West.jpg
উপরে বামদিক থেকে: প্যারিস এর স্কাইলাইন সেন নদীর সাথে আইফেল টাওয়ার, নোত্র্‌ দাম দ্য পারি, পন্ট রয়্যালের দিকে পরিচালিত লুভ্‌র জাদুঘর, ও আর্ক দ্য ত্রিয়োম্‌ফ
প্যারিসের পতাকা
পতাকা
প্যারিসের প্রতীক
প্রতীক
নীতিবাক্য: Fluctuat nec mergitur (লাতিন: "এটি তরঙ্গ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ডোবে না")
প্যারিসের অবস্থান
মানচিত্র
দেশFlag_of_France_%281794%E2%80%931815%2C_1830%E2%80%931974%29.svg ফ্রান্স
পুনর্বিভাজন২০টি আরঁদিস্‌ম
আয়তন[1]১০৫.৪ বর্গকিমি (৪০.৭ বর্গমাইল)
  মহানগর (২০১০)১৭,১৭৫ বর্গকিমি (৬,৬৩১ বর্গমাইল)
জনসংখ্যা (জানুয়ারি ২০০৮[2])২২,১১,২৯৭
  ক্রমফ্রান্সে ১ম
  জনঘনত্ব২১,০০০/বর্গকিমি (৫৪,০০০/বর্গমাইল)
  পৌর এলাকা (জানুয়ারি ২০০৮)১,০৩,৫৪,৬৭৫[3]
  মহানগর (জানুয়ারি ২০০৮)১,২০,৮৯,০৯৮[4]
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+০১:০০)
  গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+০২:০০)
আইএনএসইই/ডাক কোড৭৫০৫৬ /৭৫০০১-৭৫০২০, ৭৫১১৬
ওয়েবসাইটwww.paris.fr
ফ্রান্সের ভূমি রেজিস্টার তথ্য, যার ভেতর হ্রদ, পুকুর, হিমবাহ > ১ বর্গকি.মি.(০.৩৮৬ বর্গ মাইল বা ২৪৭ একর) এবং নদীর মোহনা অন্তর্ভূক্ত নয়।
Close

দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, পোষাকশৈলী, বিজ্ঞান ও শিল্পকলা - সবোদিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্বনগরীর মর্যাদা দিয়েছে।[8][9][10]

ইল্‌-দ্য-ফ্রঁস্‌ তথা প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ২০০৬ সালে এটি ফ্রান্সের মোট জাতীয় আয়ের এক-চতুর্থাংশেরও বেশি উৎপাদন করে, যার মূল্যমান ৫০০.৮ বিলিয়ন ইউরো (৬২৮.৯ বিলিয়ন মার্কিন ডলার)।[11]। প্যারিসের লা দেফঁস (La Défense) ইউরোপের বৃহত্তম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা।[12] এখানে ফ্রান্সের প্রধান প্রধান কোম্পানিরগুলির প্রায় অর্ধেক সংখ্যকের সদর দপ্তর অবস্থিত। বিশ্বের বৃহত্তম ১০০টি কোম্পানির ১৫টির সদর দপ্তরের অবস্থান এই প্যারিসেই।[13]। এছাড়াও, প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে; এদের মধ্যে আছে ইউনেস্কো, ওইসিডি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, কিংবা অ-প্রাতিষ্ঠানিক প্যারিস ক্লাব